গাজীপুরে শ্রীপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত ও পরোয়ানা ভূক্ত ১০ আসামিকে অাটক করেছে শ্রীপুর থানা পুলিশ। বুধবার (৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসআই রাজিব কুমার সাহা, এসআই শওকত আলী, এসআই এখলাছ উদ্দিন ফরাজী, এএসআই মোঃ ইসমাইল হোসেন, এএসআই মোঃ তোফায়ে আহাম্মেদ, এএসআই মোঃ জয়নাল আবেদীন এএসআই মোঃ সাহাবুদ্দিন সহ পুলিশের একটি দল সাজা প্রাপ্ত আসামী মোঃ শাহজাহান, পিতা-মৃত আব্দুল আলী, সাং-ডোয়াইবাড়ী এবং গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ২। মোঃ দেলোয়ার হোসেন, পিতা-মোঃ আঃ মজিদ, সাং-আশুলিয়াপাড়া, ৩। মোঃ মাসুদ শেখ, পিতা-আজাহার শেখ, সাং-রাখালিয়াপাড়া, ০৪। কুলসুমন স্বামী-মিরাজ উদ্দিন, সাং-জাহাঙ্গীরপুর, ৫। রুকন মিয়া, পিতা-মহিন উদ্দিন, সাং-গলদাপাড়া, ৬। রফিকুল ইসলাম, পিতা-শহিদুল্লাহ মাস্টার, ৭। মোর্শেদা বেগম স্বামী-মোঃ হারুন অর রশিদ, সাং-বেলদিয়া, ৮। মোহাম্মদ আলী, পিতা-মৃত আশ্রাব আলী, সাং-বেলদিয়া, ৯। মোঃ হারুন অর রশিদ, পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং-বেলদিয়া, ১০। রমিজ উদ্দিন ফকির, পিতা-মৃত রেজত ফকির সাং-জাহাঙ্গীরপুর, সর্ব থানা-শ্রীপুর জেলা-গাজীপুরদের আটক করা হয়। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত ও পরোয়ানা ভূক্ত আসামিদের আটক করা হয়। পরে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।