জি নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতারের ভ্রাম্যমান আদালত গোসিংগা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেলাল উদ্দিনকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেন ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে একমাসের সাজা প্রদান করেন।
৮ নভেম্বর বৃহস্পতিবার শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাজা ও বহিস্কারের ঘটনা ঘটে। পুলিশ জানায়, চলতি জেএসসি গণিত পরীক্ষায় শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১নং হলে একই ইউনিয়নের খোজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুমাকে নকল সরবরাহকালে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত সারমিন হাতেনাতে ধরেন। নকল করার দায়ে ঐ ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করেন। সাজাপ্রাপ্ত শিক্ষক ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মশাখালী গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
