শায়েস্তাগঞ্জে ব্রয়লার মুরগিসহ দামে আগুন সবজির বাজারেও

0
16

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি::সকল ভোজ্য দ্রব্যের মূল্য পাগলা ঘোড়ার মতো, দ্রুতগতিতে বাড়ছে। এক কথায় লাগামহীন ঘোড়া বলা যায়। বর্তমান বাজারে কেনাকাটায় দিনমজুরের নাভিশ্বাস উঠেছে। রমজান মাসে অস্থির হয়ে উঠছে ব্রয়লার মোরগীসহ সবজির দাম। দুই দিনের ব্যবধানে খুচরা বাজারে মুরগির দাম বেড়েছে কেজিতে ৩০/৪০ টাকা। কয়েক দিন ধরে শায়েস্তাগঞ্জ উপজেলায় ২৫০/২৬০ টাকা কেজিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এতে মোরগ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিত্য আয়ের লোকজন। ব্রয়লার মোরগের দাম বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে দেশী মোরগের বাজারেও। তাছাড়া মোরগের দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। অপরদিকে সবজির বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারসহ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে। রমজান মাসকে ঘিরে ব্রয়লার মুরগি খুচরা দাম প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা। আর সোনালী মুরগি ভোক্তা পর্যায়ে প্রতি কেজি ৩৬০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজি হিসেবে আলুর দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তাও, ডায়মন্ড আলু ২৫ টাকা ও ললিতা আলু ২০ ট

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন