শায়েস্তাগঞ্জে লক্ষাধিক টাকার চোরাই কাঠসহ আটক-১

0
12

শায়েস্তাগঞ্জে লক্ষাধিক টাকার চোরাই কাঠসহ আটক ১

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে লক্ষাধিক টাকার চোরাই কাঠ বোঝাই পিকআপসহ মোফাচ্ছের আলী (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে আটককৃত মোফাচ্ছের আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির স্টেশন অফিসার প্রদীপ চন্দ্র মন্ডল।
বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকার বনজদ্রব্য পরীক্ষন ফাড়িতে তাকে আটক করা হয়। আটকৃত মোফাচ্ছের আলী রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রানীপুকুর এলাকার শামীম মিয়ার ছেলে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সেগুন গাছের ২৮ পিস চৌকাঠ বোঝাই ১টি পিকআপ (ঢাকা মেট্রো ন ১৫-৫৪১৭) ঢাকা থেকে সিলেটে যাওয়ার পথে পিকআপটি জব্দ করে চোরাকারবারিকে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ির স্টেশন অফিসার প্রদীপ চন্দ্র মন্ডল বলেন, বনবিভাগের ট্রানজিট পাস (টিপি) সহ কোনো ধরনের কাগজ দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বন আইনের ৪১ ও ৪২ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন