মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,গাজীপুর।
ডাকাতির ঘটনায় গাজীপুর শ্রীপুরে গণপিটুনিতে সুলতান মিয়া (৫০) নামের এক ডাকাত নিহত । গতকাল ৩মে বুধবার দিবাগত রাতে উপজেলার গোসিংগা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বেড়াবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। সুলতানের বাড়ি পাশের কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামে বলে জানা যায়।
তাঁর বিরুদ্ধে এর আগেও কাপাসিয়া সহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় রাত আনুমানিক ২টার দিকে মৃত রমিজ উদ্দিনের বাড়িতে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ১ দল ডাকাত হানা দেয়। বাড়ির লোকজন টের পেয়ে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা এগিয়ে আসে এবং ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদের সাথে সংঘর্ষ হয় এতে বাড়ীর মালিক ৩ ভাই গুরুতর আহত হয় এবং ১ ডাকাত কে ধরে ফেলে পরবর্তীতে উত্তেজিত জনতা পিটিয়ে আহত করলে সকালে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন মোড়ল ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান বাবু এবং সংরক্ষিত মহিলা মেম্বার সহ নেতৃবৃন্দ।
তাঁরা ঘটনার বিবরণ শুনে থানা পুলিশ কে খবর দেয়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ১ডাকাতের মৃত্যু হয়।
স্থানীয় আ’লীগ নেতা নাজমুল হাসান বেলু ব্যাপারী বলেন, ডাকাতেরা হামলা চালিয়ে বাড়ির মালিকের ছেলে মোশাররফসহ তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ডাকাতির সময় একজনকে আটকে পিটিয়েছে স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া দুজন ডাকাতকে চিনতে পেরেছে স্থানীয়রা।একজনের নাম শহিদুল্লাহ অপর জনের নাম আঃ বাতেন ব’লে জানা যায়।
গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান শাহীন মোড়ল জানান, ডাকাত আটকের খবর পেয়ে সকাল ৮টার দিকে বেড়াবাড়ী গ্রামের মৃত রমিজ উদ্দিনের বাড়িতে যাই। পরে ওই বাড়ির পাশের সেগুন গাছের সাথে সুলতান উদ্দিনকে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। এসময় এখানে কেন আসছিলেন জিজ্ঞাসা করলে সে কোনো জবাব দেয়নি। তার সাথে একই ইউনিয়নের নারায়নপুর গ্রামের আতিকুল এবং পাশের চাওবন গ্রামের শহীদুল্লাহ ও আব্দুল বাতেন ছিল বলে স্বীকার করে। তবে সুলতান উদ্দিনকে এলাকাবাসী ডাকাত সুলতান নামেই চিনে এবং তার নামে পাশের কাপাসিয়া থানায় ডাকাতির মামলা রয়েছে বলেও জানান।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আসাদুজ্জামান বাবু বলেন, ‘আমি আহতদের নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়িতে আছি। মোশাররফ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। গুরুতর আহত তাদের দুই ভাইকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গোসিঙ্গা ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামে গভীর রাতে ডাকাতির অভিযোগে একজনকে পিটিয়ে মেরেছে জনগণ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে