গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত

0
19

গাজীপুরের কালিয়াকৈরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত

শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২ জুন শুক্রবার সকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলন জাথালিয়া মজিদচালা স্কুল মিলনায়তনে
অনুষ্ঠিত হয়েছে।গাজীপুর জেলা শিক্ষক সমিতির আহবায়ক মোখলেছুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে
প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, শিক্ষক সমিতির উপদেষ্টা মোঃ সাহাবুদ্দীন মাষ্টার , শিক্ষক কর্মচারী ঐক্যজোটের গাজীপুর জেলা আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, সদস্য সচিব আক্তারুল আলম মাস্টার, কলেজ শিক্ষক সমিতির জেলা আহবায়ক অধ্যাপক হুমায়ুন কবির, সদস্য সচিব অধ্যাপক শামছসুল হুদা লিটন,বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সদস্য বিশিষ্ট ও কেন্দ্রীয় নেতা শেখ আহমদ আলী, আনোয়ার হোসেন,মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা সভাপতি মাওলানা সিদ্দিক হোসেন, শিক্ষক নেতা মোবারক হোসেন প্রধান প্রমূখ ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, এ সরকারের পক্ষ শিক্ষকদের দাবী পূরন করার সময় শেষ। ব্যানারে তাদের ছবি টানিয়ে যারা দাবীর কথা বলেন তাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে আন্দোলনে অংশ গ্রহনের আহ্বান জানান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০% বেতন, আংশিক উৎসব ভাতা, ১ টি টাইম স্কেল, ১ টি ইনক্রিমেন্ট, আপনাদের প্রত্যাশিত অবসর ভাতা দিয়েছেন।আবার ক্ষমতায় গেলে জাতীয়করনের লিখিত ঘোষনা দিয়েছেন।
এ সরকারের সময় শিক্ষকরা হামলা, মামলা , হয়রানি, নির্যাতনের শিকার হয়েছেন। সরকার শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে দিয়েছেন। এ সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা মন্ত্রনালয় সংশ্লিষ্ট সকল অফিসের দূর্নীতিবাজ কর্মকর্তাদের তালিকা করে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অফিসে পাঠান। তাদের বিচারের আওতায় আনা হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন