শ্রীপুরে গণধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী,থানায় মামলা।
আনোয়ার হোসেন শ্রীপুর থেকেঃ
ফেইসবুক ফ্রেন্ড থেকে সঙ্ঘবদ্ধ গণধর্ষণের শিকার শিক্ষার্থী।
শ্রীপুর থানায় দায়ের করা অভিযোগপত্র এবং মেয়েটির পারিবারিক সূত্রে জানাযায়, ফারদিন হাসান স্বাধীন নামে ওই কিশোর শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সুলতান উদ্দিনের ছেলে। ওই ছাত্রী শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। তারা আরও জানান, সোমবার (৫ জুন) সকালে শ্রেণি পরীক্ষায় অংশ নিতে নিজ বাড়ি গাজীপুর সদর উপজেলার একটি গ্রাম থেকে বের হয়। ওইদিন বিকেল তিনটার দিকে বাড়ি না ফেরায় ছাত্রীর মুঠোফোনে কল করলেও রিসিভ হয়নি। বিকেল ৪টার পর ছাত্রীর ফোন অপর এক অজ্ঞাত ব্যাক্তি রিসিভ করেন।
ওই ব্যাক্তি জানান ছাত্রীকে গোসিঙ্গা-রাজাবাড়ী সড়কের কুটুমবাড়ী রিসোর্টের সামনে থেকে কতিপয় যুবক সিএনজিতে তুলে দিয়েছে। পরে শ্রীপুরের কাপাসিয়া সড়কের পটকা এলাকা থেকে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (০৬ জুন) সকালে ওই ছাত্রীর জ্ঞান ফিরে এলে সে ধর্ষণের কথা জানায়। সে আরও জানায়, স্বাধীনের সাথে থাকা লোকজন তার শরীরের নাক ফুল, কানের দুল, বেসলেট ও গলার চেইন ছিনিয়ে নিয়ে যায়।
সিএনজি চালক মনির বলেন,” আমি গাজীপুর থেকে ফিরছিলাম। ওই এলাকায় আসলে কয়েকজন লোক ওই শিক্ষার্থী অসুস্থ বলে আমার সিএনজি যোগে হাসপাতালে নিয়ে যেতে বলে। আমি সরল মনে ওই শিক্ষার্থী ও একজন ছেলেকে সিএনজিতে উঠিয়ে শ্রীপুরের দিকে আসতে থাকি। কাছাকাছি স্থানে আসলে সিএনজি থেকে ওই যুবক লাফ দিয়ে নেমে পড়ে”।
মনির আরও বলেন, গাড়িতে থাকা ওই শিক্ষার্থীকে নানা হুমকি ধামকী দিচ্ছিল ওই যুবক। শিক্ষার্থীও গালি দিতে দিতে জ্ঞান হারিয়ে ফেলছিল”।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম. নাসিম জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবার দেওয়া এজাহারটি মামলা আকারে গ্রহন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে ইতিমধ্যেই পুলিশের অভিযান শুরু হয়েছে।