গাজীপুরের নতুন ডিসি সফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ।

0
61

গাজীপুরের নতুন ডিসি সফিকুল ইসলামের দায়িত্ব গ্রহণ।

মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, গাজীপুর।
গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছ থেকে দ্বায়িত্বভার গ্রহণ করেন।

গাজীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নয়া জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গাজীপুরে আসার পর বিদায়ী ও নবাগত জেলা প্রশাসকদের মধ্যে দায়িত্বভার অর্পণ ও দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এসময় গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণসহ গাজীপুর জেলা প্রশাসনের অধীনস্থ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে গাজীপুর জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়।

বিদায়ী জেলা প্রশাসক আনিসুর রহমানকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন