হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। রবিবার ভোরে ঢাকা সিলেট-মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মধ্য বেজুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হল-বাহুবল হিমারাঁগা গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রুপন মিয়া (৩৮), আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামের মৃত আমরু মিয়ার ছেলে আল-আমীন (২৯), লায়েক মিয়ার ছেলে মাহবুব (৩২), দানু মিয়ার ছেলে ছালেহ আহমেদ (৩৩) এবং মতি মিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৮) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মনির মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেো হচ্ছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায়। এ সময় ২টি রামদা, ২টি ছুরা এবং দরজা ভাঙ্গার সরঞ্জামাদিসহ পুলিশ ৬ জনকে আটক করতে সক্ষম হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক চুরি-ডাকাতিসহ হত্যা মামলা রয়েছে। ডাকাত দলের অন্যান্য সদস্যেদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।