শ্রীপুরে পিতাপুত্র মিলে গড়ে তোলা মাদক সম্রাজ্য!

0
27

শ্রীপুরে পিতাপুত্র মিলে গড়ে তোলা এক মাদক সম্রাজ্য

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে ৩৬ কেজি গাঁজাসহ নাজিম উদ্দীন (৩৮) নামের এক অটোচালক র‌্যাবের হাতে গ্রেফতারের পর থেকে নড়েচড়ে বসেছে স্থানীয় জনসাধারণ। সামাজিক যোগাযোগ (ফেসবুক) এ ভেসে বেড়াচ্ছে স্থানীয় আলমগীর ও তার বাবা মোঃ আবদুর রশিদের ছবি। বাপ – বেটা কাওরাইদ ইউনিয়নের মাদকের মুল হোতা বলে অনেকে বলে বেড়াচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগ (ফেসবুক) এ তাদের ছবি ও নাম-ঠিকানা প্রকাশ করে তাদের শাস্তি দাবী করছেন। আবদুর রশিদ উপজেলার কাওরাইদ ইউনিয়ন ফকিরপাড়া এলাকার মৃত আবদুল জলিলের ছেলে। স্থানীয় ও পরস্পর সূত্রে জানা যায়, কিছুদিন আগেও রশিদ ছিলো প্রায় নিম্নবিত্ত! অন্যের জমি বর্গা নিয়ে কৃষি কাজ করতেন।মাত্র পাঁচ বছরের ব্যবধানে ইয়াবা,গাঁজা,ফেনসিডিল, ব্যবসা করে বর্তমানে তিনি একজন বিত্তশালী মানুষ। তার ছেলে আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় থানায় একাধিক অভিযোগ রয়েছে। লতিফ শেখ নামক ফেজবুক আইডি থেকে আবদুর রশিদ এবং তার ছেলে আলমগীরের ছবিতে লিখেছেন এই মাদক ব্যবসায়ীদের কারণে কাওরাইদের যুব সমাজ ধবংসের মুখে, আনোয়ার হোসেন নামক এক সাংবাদিক তার ফেসবুক আইডিতে লিখেছেন, গত ৫ বছর আগে রশিদ ছিলো বর্গা চাষী এখন সে আলিশান বাড়ী করে, জমি-জমা কিনে বনে গেছেন বিত্তশালী। শারফুল নামক এক ফেসবুক আইডি থেকে কমেন্ট করেছেন ১০ বছরের বাচ্চাও জানে ফেনসিডিল থেকে শুরু করে ইয়াবা ট্যাবলেটও রয়েছে রশিদের কাছে, রমজান আলী রুবেল নামক এক সাংবাদিক তার ফেসবুক আইডি থেকে লিখেছেন ৩৬ কেজি গাঁজা-সহ একজন গ্রেফতার মুল ডিলার ধরা-ছোয়ার বাহিরে। এরকম আরো বহু স্ট্যাটাস রয়েছে। স্থানীয়রা জানান, তারা প্রকৃত মাদক ব্যবসায়ীদের শাস্তি চান। শ্রীপুর তথা কাওরাইদ ইউনিয়নে মাদক ব্যবসা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। প্রশাসন যদি এদেরকে নির্মূল না করে তাহলে জাতি চলে যাবে ধবংসের দিকে। আবদুর রশিদের ছেলে জাহাঙ্গীর বলেন, আমরা দুই ভাই দীর্ঘদিন বিদেশে ছিলাম, বিদেশ থেকে টাকা ইনকাম করে বাড়ি এবং জমি কিনেছি। আমরা কোন ভাবেই মাদকের সাথে জরিত না।
মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস আই নাহিদ হাসান খান জানান, তিনি কিছুদিন ছুটিতে ছিলেন, আজকে জয়েন করেছেন। মামলার বাকী আসামিদের ধরতে শীঘ্রই অভিযান শুরু করবেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন