শ্রীপুরে ইন্ড্রাজট্রিয়াল পুলিশের মতবিনিময় সভা
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার বৈরাগীর চালায়, ইন্ড্রাজট্রিয়াল পুলিশ গার্মেন্টস শ্রমিকদের বাড়ী ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ীওয়ালাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইন্ড্রাজট্রিয়াল পুলিশ- ২ এর পুলিশ কমিশনার মোহাম্মদ সারওয়ার আলম। সভাপতিত্বে করেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আনিসুর রহমান।
আজ সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসার মালিকদের উপস্থিতিতে বৈরাগীর চালা জামে মসজিদ প্রাঙ্গণে মতবিনিময় সভা শুরু হয় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আবুল খায়ের বিএসসি, শিউলী বেগম, মান্নান সিকদার।
প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম সহ আরও যারা বক্তব্য রাখেন তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাইনুদ্দিন ইসলাম, সহকারী পুলিশ সুপার মুন্সী মোহাম্মদ আছাদুল্লাহ, ইনচার্জ আ স ম আব্দুন নুর।
সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব আনিসুর রহমান বলেন, পুলিশ আমাদের বন্ধু। শ্রমিকদের বাড়ী ভাড়া পৌরসভার বাড়ীর মালিকগণ বাড়াবেনা, সেজন্য পৌর কর সহ হোল্ডিং ট্যাক্স পৌর সভার পক্ষ থেকে বাড়ানো হবেনা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান, রফিকুল ইসলাম আকন্দ, উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নুর উদ্দীন খান। আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান খোকা, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান খান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম ভূইয়া, পৌর যুবলীগের ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান শেখ সহ আরও অনেকে।