ইতিহাসে আজকের দিনে

0
4

ইতিহাসে আজকের দিনে,
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, শনিবার।
২৩ ডিসেম্বর ২০২৩,
৮ পৌষ ১৪৩০,
৯ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৭তম (অধিবর্ষে ৩৫৮তম) দিন। বছর শেষ হতে আরো আট দিন বাকি রয়েছে

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী:
~~~~~~~~~~~~~~~
১৮৬০ – উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
১৯১৮ – বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯১৯ – দিল্লীতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯২১ – বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ( আনুষ্ঠানিক উদ্বোধন) স্থাপিত হয়।
১৯২২ – রাজদ্রোহের অভিযোগে কবি কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন এবং সরকার কর্তৃক তার বই নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯২৬ – নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
১৯৪৯ – মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৫০ – সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
১৯৭৮ – অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
১৯৯৬ – শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
১৯৯৮ – পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

ইতিহাসে আজকের দিনে যাদের জন্ম:
~~~~~~~~~~~~~~~
১৮৪৫ – ভারতীয় রাজনীতিবিদ,আইনজীবী, সমাজকর্মী এবং লোকহিতৈষী রাসবিহারী ঘোষ (মৃ.২৮/০২/১৯২১)
১৯০২ – চৌধুরী চরণ সিং, ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী। (মৃ.১৯৮৭)
১৯২০ – সাহেবজাদা ইয়াকুব খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯২৫ – সাবেক প্রধানন্ত্রী শাহ আজিজুর রহমান।
১৯৩০ – আলতাফ মাহমুদ, বাংলাদেশী সুরকার, সাংস্কৃতিক কর্মী ও স্বাধীনতা যুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা।
১৯৫২ – মুহাম্মদ জাফর ইকবাল, বাংলাদেশী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ।
১৯৯১ – আহমেদ শেহজাদ, পাকিস্তানি ক্রিকেটার।

ইতিহাসে আজকের দিনে যাদের মৃত্যু:
~~~~~~~~~~~~~~~
১৫১১ – মাহমুদ শাহ্, গুজরাটের শাসক ৫২ বছর শাসনের পর
২০০৪ – পি ভি নরসিমা রাও, ভারতের নবম প্রধানমন্ত্রী।(জ.২৮/০৬/১৯২১)
২০০৬ – ফিলিপ নইরেট, ফরাসি অভিনেতা।
২০১০ – ইংরিড পিট, পোলিশ বংশোদ্ভূত ইংরেজ অভিনেত্রী ও লেখক।
২০১১ – আব্দুর রাজ্জাক (রাজনীতিবিদ), বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী।
২০১৩ – একে-৪৭-এর উদ্ভাবক মিখাইল কালাশনিকভ।
২০১৩ – রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।
২০১৪ – ডরোথি চেনি, আমেরিকান টেনিস খেলোয়াড়।

দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~

•আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস
•আন্তর্জাতিক অলিম্পিক দিবস
•জাতীয় কিষাণ দিবস (ভারত)

সূত্র:উইকিপিডিয়া।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন