গাজীপুর-৫ আসনের পূবাইলে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের উঠান বৈঠক

0
3

মোঃ ইব্রাহিম খন্দকার,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৯৮ গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল, বাড়ীয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান এর নির্বাচনী উঠান বৈঠক নির্বাচনী এলাকার পুবাইল ও গাজীপুর সিটি কর্পোরেশন ও কালীগঞ্জের নাগরীসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী নির্বাচনী এলাকার পুবাইল মিরেরবাজার, মেঘডুবি , বসুগাঁও, ভাদুন ও কালীগঞ্জে রায়েরদিয়া, পানজোড়াতে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের ট্রাক মার্কার উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান,গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান উপদেষ্টা এডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক তসলিমা রহমান লাভলী, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ এর বার বার নির্বাচিত চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট মো. সিরাজ মোড়ল, মোক্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়াম্যান মো. শরিফুল ইসলাম সরকার (তোরন), আওয়ামী লীগ নেতা এডভোকেট মো. মজিবুর রহমান মজিব,সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন, কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহমদুল কবির, কালিগঞ্জ পৌরসভার কাউন্সিলর বাদল হোসেন, নাগরী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল হক রানু, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক কাকন, সাবেক নাগরী ইউপি সদস্য কবির হোসেন , মোস্তফা মিয়া, হাসানুর রহমান রাসেল, কৃষক লীগ নেতা বাকের উদ্দিন মোল্লা, যুবলীগ নেতা ইকবাল মাস্টার, বেলায়েত হোসেন মোল্লা, সোহেল মোল্ল্যা, মাসুম খান, নাজমুল হোসেন, ফরহাদ হোসেন কনক প্রমুখ।

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বলেন, আগামী ৭ জানুয়ারী রবিবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। তাতে কেউ বিভ্রান্ত না হয়ে আমার ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বলেন আমি নাগরী আসার আগে এলাকায় ঘুরে এসেছি কোন জায়গায় কালীগঞ্জে এই ১৫ বছরের উন্নয়ন করা হয়নি ভাই লীগ বোন লীক করে আওয়ামী লীগকে ধ্বংস করেছে , মানুষ চাকরি করতে বিদেশ যায় আর আমাদের এমপি বিদেশ থেকে এনে চেয়ারম্যান বানিয়েছে, এদেশের কাউকে উনি বিশ্বাস করে না, উনি আমেরিকা প্রবাসী কে চেয়ারম্যান বানিয়েছেন কারণ উনার ছেলেরা আমেরিকায় থাকে ,উনি ত্যাগী আওয়ামী লীগারদের দল থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, দুঃখের বিষয় যাকে ১৫ বছর এমপি বানাইলাম তিনি এপিএস দিয়ে কালিগঞ্জে শাসন করলেন, নগদের জন্য হাইব্রিডদের মূল্যায়ন করলেন, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান দেশের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন উনাকে সম্মান করে নাই, আমার মা ছিল একজন নারী উনি কোনদিন রাজনীতি করে নাই ওনার পোস্টার লাগাইতে দেয় নাই এজেন্ট দিতে দেয় নাই জনগণ ভোট দিয়ে মেয়র বানিয়েছেন, ওটাতো মহিলার ভোট ছিল, এবার তো পুরুষের ভোট, মুক্তিযোদ্ধার ভোট এখনে জোর তো দূরের কথা কাছে আসতে পারবেন না। নাগরী এসে দেখে যান কালিগঞ্জের জনগণ আখতারুজ্জামানকে ট্রাক মার্কায় রায় দিয়ে দিয়েছেন। অন্যান্য বক্তার আরো বলেন, আমাদের প্রিয় মানুষ সুখে দুঃখে আমরা যাকে পাই সে আমাদের আখতার ভাই। আমরা যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছি আমাদের মনোনীত এমপি প্রার্থী আখতারউজ্জামান। আমাদের প্রতীক ট্রাক।

আগামী ৭ জানুয়ারী ট্রাক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আখতারউজ্জামানকে বিজয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দিব। আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আপনারা সবাই নির্বিগ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আখতারউজ্জামানকে জয়যুক্ত করবেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন