ইতিহাসে আজকের দিনে।
“””””””””‘””””””””””””””””’
সম্পাদনা, এম হায়দার চৌধুরী।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আজ, শুক্রবার।
১৯ জানুয়ারি/২০২৪ খ্রি.
৫ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ,
৬ রজব ১৪৪৫ হিজরি।
গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯তম দিন। বছর শেষ হতে আরো ৩৪৬ (অধিবর্ষে ৩৪৭) দিন বাকি রয়েছে।
আজকের দিনের ঘটনাবলীঃ-
~~~~~~~~~~~~~~~~~~
১৮২৫ – রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।
১৯২৬ – মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ – জার্মান সার্মা দখল করে।
১৯৬৬ – ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৯৭৫ – ভারতের হিমাচল প্রদেশে ভূমিকম্প হয়।
১৯৭৯ – ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত ইমাম খোমেনী (রহ) স্বদেশে প্রত্যাবর্তনের ঘোষণা প্রদান করেন।
আজকের দিনে যাদের জন্মঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮২২ – যদুনাথ পাল,খ্যাতনামা মৃৎশিল্পী। (মৃ.২৫/১১/১৯২৫)
১৮৯২ – সুরেন্দ্র লাল দাশ, সঙ্গীতশিল্পী।
১৯৩১ – ওস্তাদ বাহাদুর হোসেন খান, বাংলাদেশি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক। (মৃ. ১৯৮৯)
১৯৩৫ – সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা ও আবৃত্তিকার। (মৃ.১৫/১১/২০২০)
১৯৩৬ – জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সেনা প্রধান ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।(মৃ. ৩০/০৫/১৯৮১)
আজকের দিনে যাদের মৃত্যুঃ-
~~~~~~~~~~~~~~~~
১৮৮৬ – রামনারায়ণ তর্করত্ন, বাংলার প্রথম মৌলিক নাট্যকার ও হরিনাভি বঙ্গনাট্য সমাজের প্রতিষ্ঠাতা ।(জ.২৬/১২/১৮২২)
১৯০৫ – মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক।(জ.১৫/০৫/১৮১৭)
১৯২৪ – সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক। (জ.১৮৮৭)
১৯২৬ – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর,বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক।(জ.১১/০৩/১৮৪০)
১৯২৭ – স্যার কৈলাসচন্দ্র বসু,ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক।(জ.২৬/১২/১৮৫০)
১৯৬৬ – মেজর সত্য গুপ্ত, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সমাজসেবী। (জ.১৮/০৭/১৯০২)
১৯৭৮ – বিজন ভট্টাচার্য, বাঙালি নাট্যব্যক্তিত্ব।(জ.১৯/০৭/১৯১৭)
১৯৯২ – মানবেন্দ্র মুখোপাধ্যায়, বাঙালি গায়ক ও সুরকার।(জ.১১/০৮/১৯৩১)
২০১৯ – অতীন বন্দ্যোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।(জ.০৬/১১/১৯৩০)
২০২১ – বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু।
২০২২ -বাংলাদেশের স্পাই থ্রিলার জগতে জনপ্রিয়তম চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। (জ. ১৯/০৭/১৯৩৬)
২০২২ -ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী গোরা সর্বাধিকারী। (জ.২৯/০৭/১৯৪১)
২০২২ -প্রভাত চৌধুরী, ভারতীয় বাঙালি পোস্ট-মডার্ন কবি।(জ.১৯৪৪)
ছুটি ও বিশেষ দিবস:-
~~~~~~~~~~~~~~
✓জাতীয় ভোক্তা অধিকার দিবস (বাংলাদেশ)।
✓জাতীয় শিক্ষক দিবস (বাংলাদেশ)।
✓ককবরক দিবস (ত্রিপুরা, ভারত)
সূত্র: উইকিপিডিয়া।
~~~~~~~~~~~~~