হবিগঞ্জে পানিতে ফেলে কন্যা হত্যার দায়ে পাষণ্ড পিতা গ্রেফতার

0
0

হবিগঞ্জে পানিতে ফেলে কন্যা হত্যার দায়ে পিতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচংয়ে পারিবারিক কলহের জেরে ট্রাক থেকে পানিতে ফেলে নিজের শিশু কন্যাকে হত্যার অভিযোগে পাষন্ড পিতা ইমরান আহমেদকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। রোববার রাতে সুনামগঞ্জে দুয়ারা বাজারে সাড়াষি অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সে সিলেটের সারিঘাট এলাকার বাসিন্দা ও পেশায় ট্রাক চালক।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজারের পশ্চিমে ব্রীজের নিচ থেকে অজ্ঞাতনামা এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। এর দু’দিন পর জানা যায় লাশটি সিলেটের সারিঘাট এলাকার ইমরান আহমেদের দেড় মাসের কন্যাশিশু এ্যানির। শিশুটিকে পানিতে ফেলে হত্যা করে ট্রাকচালক পাষÐ পিতা ইমরান আহমেদ। এ ঘটনায় শিশু এ্যানির মা ইয়াসমিন আক্তার বাদি হয়ে পিতা ইমরাম আহমেদ ও হেলপার বাদল মিয়াকে আসামী করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই শিশু হত্যাকান্ডের রহস্য উন্মোচিত হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন