হবিগঞ্জের নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

0
41

জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ নভেম্বর দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের স্থানীয় হাওর এলাকায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, উল্লেখিত সময়ে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে উপজেলা সদর ইউনিয়নের দত্তগ্রামের কদ্দুছ মিয়া ও হাফিজুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলা ও শিশুসহ ৩০ জন আহত হন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় কদ্দুছ মিয়া (৪৫), হাফিজুর মিয়া (৩০), শিরিয়া বেগম (৪৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন