ইতিহাসে আজকের দিনে

0
16

ইতিহাসে আজকের দিনে,
~~~~~~~~~~~~~~
সম্পাদনায়, এম হায়দার চৌধুরী।

আজ, মঙ্গলবার,
৭ মে ২০২৪ খ্রি.,
২৭ শাওয়াল ১৪৪৫ হিজরি,
২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।

৭ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৭তম (অধিবর্ষে ১২৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৮ দিন বাকি রয়েছে।

আসুন জেনে নেই ইতিহাসের পাতা থেকে আজকের দিনে বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিশিষ্ট জনের জন্ম, মৃত্যু ও বিশেষ দিবস।

ইতিহাসে আজকের দিনের ঘটনাবলী:
~~~~~~~~~~~~~~~
১৮০৮ – স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে।
১৮৩২ – গ্রিসকে স্বাধীন রাজ্য ঘোষণা করা হয়।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় “লুসিতানিয়া” জাহাজ ডুবিয়ে দেয়।
১৯২৩ – অমৃতরে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।
১৯২৯ – লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু হতাহত হয়।
১৯৪১ – মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৮ – জাতিসংঘের বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা।
১৯৫৪
দিয়েন বিয়েন ফু-র পতনের ফলে ভিয়েতনাম ফরাসি শাসন থেকে মুক্ত হয়।
বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ।

ইতিহাসে আজকের দিনে যাদের জন্ম:
~~~~~~~~~~~~~~~
১৮৬১ -(২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি সাহিত্যিক (মৃ. ৭/০৮/১৯৪১)।(২২ শে শ্রাবণ,১৩৪৮ বঙ্গাব্দ)
১৮৯৩ – ফিরোজ খান নুন, পাকিস্তানি রাজনীতিবিদ, পাকিস্তানের ৭ম প্রধানমন্ত্রী।
১৯০১ – গ্যারি কুপার, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৬১)
১৯১০ – শান্তিদেব ঘোষ ভারতীয় বাঙালি লেখক কণ্ঠশিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী ও রবীন্দ্র সংগীত বিশারদ।(মৃ.১/১২/১৯৯৯)
১৯১৫ – অমিয় বাগচী বাঙালি কবি ও গীতিকার।(মৃ.২৮/০৮/১৯৭৩)
১৯৩১ – সিদ্দিকা কবীর, বাংলাদেশী পুষ্টিবিশেষজ্ঞ ও শিক্ষাবিদ।
১৯৩৬ – শিশির কুমার দাশ অগ্রণী বাঙালি কবি,নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত।(মৃ.৭/০৫/২০০৩)

ইতিহাসে আজকের দিনে যাদের মৃত্যু:
~~~~~~~~~~~~~~~
৮৩৩ – ইবনে হিশাম, বিখ্যাত ও প্রাচীন সীরাত সংকলক।
১৯৭১ – রণদাপ্রসাদ সাহা, বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক এবং দানবীর। (জ.১৫/১১/১৮৯৬)
১৯৭৪ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিকন্যা বাসন্তী দেবী।(জ.১৮৮০)
১৯৯৩ – অজিতকৃষ্ণ বসু, সঙ্গীতজ্ঞ ও ব্যঙ্গ সাহিত্যস্রষ্টা। (জ.০৩/০৭/১৯১২)
২০০৩ – শিশির কুমার দাশ,অগ্রণী বাঙালি কবি,নাট্যকার অনুবাদক ও বাংলা সাহিত্যের স্বনামধন্য পণ্ডিত। (জ.০৭/০৫/১৯৩৬)
২০১৯ – সুবীর নন্দী, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।(জ. ১৯৫৩)
২০২২ – পার্থ ঘোষ, ভারতীয় বাঙালি বাচিক শিল্পী তথা আবৃত্তিকার।[২]

বিশেষ দিবস ও অন্যান্যঃ-
~~~~~~~~
√বিশ্ব হাঁপানি দিবস
√প্রকৌশলী দিবস (বাংলাদেশ)

সূত্র:উইকিপিডিয়া।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন