শ্রীপুরে গাড়ী ছিনতাই কারী চক্রের চার সদস্য গ্রেফতার

0
109

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে গাড়ী ছিনতাই কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ (অক্টোবর) শ্রীপুর থানাধীন সাফারি পার্ক এলাকা হইতে আসামীরা যাত্রী বেশে আশুলিয়ার জিরানী বাজার এলাকা হইতে আশে পাশের বিভিন্ন যায়গায় ঘুরাঘুরি করে সন্ধা ৬টায় ড্রাইভারকে মারধোর করে সাফারি পার্কের সামনে ফেলে প্রাইভেট কার নং ঢাকা মেট্রো গ-৩৭-৮৩৯১টি নিয়া যায়। থানায় মামলা হলে পরবতীতে রাজশাহী ডিবি পুলিশের সহায়তায় (১৫ নভেম্বর) আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১। মামুন পিতা বছির উদ্দীন সাং দক্ষিণ কলারোপা থানা দৌলত খা জেলা ভোলা ২। আশরাফুল (২৩) পিতা রবিউল ইসলাম সাং সেগুলিয়াবাড়ী থানা ধনুট জেলা বগুড়া ৩। শহিদুল ইসলাম পিতা মৃত আবুল কাশেম সাং মেঘপাল জেলা পিরোজপুর ও ৪। টিটু পিতা মৃত আলফাজ মিয়া সাং নাওজান থানা মতলব জেলা চাঁদপুর। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, আসমিরা গাড়ী ছিনতাইকারী চক্রের সদস্য।গত ১৯ নভেম্বর শ্রীপুর সাফারি পার্ক এলাকা থেকে যাত্রি বেশে একটি প্রাইভেটকার ছিনতাই করে। থানায় মামলা হলে পরবতীতে রাজশাহী ডিবি পুলিশের সহায়তায় ছিনতাইকৃত গাড়ী সহ তাদের গ্রেফতার করাহয়। আসামিরা গাড়ী ছিনতাই করার কৌশল সহ শিকার করে বিজ্ঞ আদালতে কাঃ বিঃ ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে। এরা সাভার ও আশুলিয়া এলাকায় থাকে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন