শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের জমকালো আয়োজনে শ্রীপুরে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

0
2

জমকালো আয়োজনে শ্রীপুরে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
লেনসন ম্যান্ডেলা শান্তি পদক ও বিশ্ব শিশু দিবস জমকালো আয়োজনে উদযাপন করে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব। এদিন শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীপুর কনভেনশন সেন্টারে, শ্রীপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীপুর প্রতিনিধি এম এম ফারুকের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রোমান আহমেদের সঞ্চালনায় এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার পরিচালনায় ২০ নভেম্বর রোজ বুধবার মনোমুগ্ধকর পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ব শিশু দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রেসক্লাব সারাদিন ব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দিনটি পালন করে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক মোহনা পত্রিকার সম্পাদক মোঃ ইসরাফিল হোসাইন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বেলায়েত শেখ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, সাংবাদিক ও প্রভাষক আলফাজ সরকার আকাশ, শ্রীপুর সেন্ট্রাল স্কুলের পরিচালক সারোয়ার হোসেন, সাংবাদিক মাহফুজুর রহমান ইকবাল, এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, সাংবাদিক আলফাজ উদ্দিন স্বপন। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে উপস্থিত সবাইকে লান্স করানো শেষে রাজরাহীর চাঁপাইনবাবগঞ্জের জনপ্রিয় অনুষ্ঠান গম্ভীরা অনুষ্ঠিত হয় । গম্ভীরায় গানের মাধ্যমে শিশুদের বেড়ে ওঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, বাড়ি করার পূর্বে কবরের গুরুত্ব, মশা নিধন, পৌরসভার ময়লা আবর্জনা, অটোরিকশা যত্রতত্র ঘোরানো, উপজেলা নির্বাহী কর্মকর্তার বিভিন্ন গুণাবলী ও থানায় সেবা নিতে আসলে টাকা লাগে না, পুলিশ মানুষের বন্ধু, সুন্দর ভাবে তুলে ধরেন । এছাড়াও শ্রীপুর উপজেলা প্রেসক্লাব নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেয়েছেন এ বিষয়টি গম্ভীরার মাধ্যমে গানে গানে ও অভিনয়ের মাধ্যমে জানিয়েছেন,অনুষ্ঠান শেষাংশে শিশুদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন