জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের দায়ে উত্তম রায়কে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত । গতকাল মঙ্গলবার (২০নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে এই দন্ডাদেশ দেন। ওই মাদক সেবী উত্তম রায় (২৫) মাধবপুর পৌর শহরের গৌর রায়ের পুত্র। মাধবপুর থানার সহকারী উপ-পরিদর্শক হেমায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন সকালে মাধবপুর পৌর শহরের রায়পাড়া থেকে উত্তম রায়কে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়।