জি-নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জামিরুল মিয়া (২৫) বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কুমড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে জামিরুল কুমড়ি গ্রামের একটি বাড়িতে নির্মাণ কাজ শেষে টিউবওয়েলে গোসল করতে যায়। এসময় টিউবওয়েলের সঙ্গে সংযুক্ত পানির পাম্পের তারে জড়িয়ে জামিরুল মিয়া গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।