বরমীতে ক্যামেরা ফোন কিনতে না পেরে এক ছাত্রীর আত্নহত্যা

0
74

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রাম থেকে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মে) সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুক্তা আক্তার (১৫) বালিয়া পাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

নিহতের পিতা মোবারক হোসেনের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, মুক্তা তাঁর বাবা কাছে বেশ কিছুদিন ধরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কেনার বায়না ধরে। বৃহস্পতিবার সকালে মুক্তা ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাক দেয়। এ সময় তাঁর কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তার পরিবারে সদস্যরা মুখ দিয়ে বিষাক্ত কিছু বের হচ্ছে দেখতে পায়।এ ঘটনায় পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে ঘর থেকে লাশ উদ্ধার করে। নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবার সাথে অভিমান করে সে বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন