জি নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর নির্দেশে টঙ্গীস্থ রেলওয়ের সরকারি ভূমি হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ কল্পে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব গোলাম মোর্শেদ খান। তিনি সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালান। এ সময় অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা হতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গাজীপুর মেট্রো পুলিশ, রেল পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী উক্ত অভিযানে সহায়তা করেন। গাজীপুরে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।