জি নিউজ ডেস্কঃ ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের রাজধানী বৈরুতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণীতে তার প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
রাষ্ট্রপতি বলেন, ‘সোহরাওয়ার্দী আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়াই করেছেন। এ অঞ্চলে গণতন্ত্রের বিকাশ ও আর্থসামাজিক উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন, জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে সারাজীবন কাজ করেছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে এ মহান নেতার জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়।’
আজ সকাল ৮টায় আওয়ামী লীগ তাদের নির্ধারিত কর্মসূচি বাংলাদেশ হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাজারে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতের আয়োজন করে ।এছাড়া জাতীয় গণতান্ত্রিক লীগ সকাল সাড়ে ৮টায় আলোচনা সভার আয়োজন করে। তথ্যসূত্রঃ টোয়েন্টিফোর লাইভ নিউজ পেপার।