শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন সবুজকে বিজয়ী করার লক্ষ্যে নৌকা মার্কার পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা ও সাধারণ ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেছেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান।
মঙ্গলবার (৪ডিসেম্বর) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার আওয়ামীলীগের কার্যালয়ে এক সভায় উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র নেতাকর্মীদের নৌকার জন্য কাজ করার নির্দেশনা দেন।
এসময় তাঁরা বলেন, রাজনীতির নেতৃত্বে পছন্দের নেতা থাকলেও নৌকা সবার, নৌকা জননেত্রীর শেখ হাসিনা, নৌকা দেশের জনগণের। গাজীপুর-৩ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত ইকবাল হোসেন সবুজকে নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করে, জননেত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দেয়া নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ে যার যার অবস্থান থেকে নৌকা মার্কার পক্ষে কাজ করার সকল নেতাকর্মীকে নির্দেশনা দেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার আবুলের সভাপতিত্বে তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপননের সঞ্চালনায় উপস্থিত ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মোফাজ্জল সরকার, তেলিহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন মুরাদ, ইউপি সদস্য আফছার উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হযরত আলী জয়, শ্রমিকলীগ নেতা সোলায়মান, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কৃষকলীগের সভাপতি জহিরুল ইসলামও শফিকুল মেম্বারসহ স্থানীয় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর তাঁরা ছাতির বাজার ও নয়নপুরে আওয়ামীলীগের দুটি নির্বাচনী কার্যালয়ের উদ্ভোধন করেন।