আফরোজা আব্বাসের ওপর দুর্বৃত্তদের হামলা, সময়-একাত্তর টিভির ক্যামেরা ভাঙচুর

0
23

জি নিউজ ডেস্কঃ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বুধবার( ১২ ডিসেম্বর) পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা করতে বের হয়েছিলেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। এসময় বাসাবো, মাদারটেক চৌরাস্তায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় আফরোজা আব্বাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা এসময় গাড়ি ভাঙচুর, সময় টিভি ও একাত্তর টিভির ওপর হামলা করা হয়। এছাড়া ক্যামেরা ভাঙচুরেরও চেষ্টা করে দুর্বৃত্তরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনসংযোগে নামার ঘোষণা আগেই দিয়েছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার সহধর্মিণী আফরোজা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা-৮ আসন থেকে নির্বাচন করছেন। মির্জা আব্বাসের সহধর্মিণী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ঢাকা-৯ আসন থেকে নির্বাচন করছেন।

তথ্যসূত্রঃ সময় টিভি অনলাইন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন