নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম শ্রীপুর থানাধীন মাওনা সাকিন্থ বাজার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাইয়া একজনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রাব্বি মিয়া (২২), পিতা- মৃত নূর মোহাম্মদ, সাং-কড়ইছালা ফুলবাড়িয়া, থানা-কালিয়াকৈর জেলা-গাজীপুর A/P সাং-কড়ইতলা (সুমন এর বাড়ীর ভাড়াটিয়া) মাওনা, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে ১৩(তের) পিচ ইয়াবা মাদকদ্রব্য সহ গ্রেফতার করে। গাজীপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ মাহাবুবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।