শ্রীপুরে একাই নিজের নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন মাষ্টার

0
726

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর) ভাওয়ালগড়-মির্জাপুর-পিরুজালী নিয়ে গঠিত সংসদীয় আসন ১৯৬। একাই প্রচারনা চালিয়ে যাচ্ছেন ৭১ বছরে পা রাখা বীর মুক্তিযোদ্ধা এসএম মফিজ উদ্দিন আহমদ(মফিজ মাস্টা)। একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মনোনয়ন পেয়ে গাজীপুর-৩ আসন থেকে মই মার্কায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন তিনি।

যেখানে অন্যান্য প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন, সেখানে ব্যতিক্রম বাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম মফিজ উদ্দিন আহমদ। নিজের কোন কর্মী না থাকায় একাই চালাচ্ছেন নিজের প্রচারনার কাজ।

নির্বাচনী প্রচারনা শুরু হওয়ার পর থেকেই গাজীপুর-৩ আসনের শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের হাতে পৌছে হ্যান্ডবিলের মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা করছেন এবং জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে মনোনয়ন পাওয়া বীর মুক্তিযোদ্বা এস এম মফিজউদ্দিন আহমদ উপজেলার বরমী ইউনিয়নের কাঁঠালী গ্রামের এস এম আব্দুর রহমানের সন্তান। ২০০৬ সালে শ্রীপুরের হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেন। নবম ও দশম সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি বিভিন্ন দলের কাছে মনোনয়ন চেয়েও পাননি, তবে এবার তিনি বাসদের মনোনয়ন পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় একা একাই সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে ঘুঁরে মই প্রতীকের ভোট প্রার্থনা করছিলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মফিজ মাষ্টার বলেন, বর্তমান রাজনীতির গুণগত অবস্থা পরিবর্তনের লক্ষ্যে তিনি এ নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক হিসেবে ভোট প্রার্থনা করছেন। তাঁর আশা যোগ্য ব্যক্তি হিসেবে ভোটাররা আসন্ন নির্বাচনে তাকে ভোট দিবে। তিনি সবার চেয়ে যোগ্য। নির্বাচনে জয়ী হয়ে শ্রীপুরকে রোল মডেলে পরিণত করবেন। ধনী ও গরীবের বৈষম্য কমানোর ব্যাপারে ব্যবস্থা নিবেন। তবে তিনি ভোটের পেছনে তিনি কোন অর্থ খরচ করবেন না, তাঁর প্রচারনায় কেউ এগিয়ে না আসলেও একাই শেষ দিন পর্যন্ত চালিয়ে যাবেন নিজের নির্বাচনী প্রচার কাজ।

এছাড়াও গাজীপুর-৩ আসনে ব্যাপক প্রচার চালাচ্ছেন আ’লীগ তথা মহাজোটের মনোনীত প্রার্থী উঠান বৈঠকের রূপকার ইকবাল হোসেন সবুজ, তিনি দিন রাত নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা ও জনসভায় অংশগ্রহন করছেন। উঠান বৈঠকের মাধ্যমের তৃনমূলে ভোট প্রার্থনা করছেন। এবং প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে নৌকায় ভোট চাচ্ছেন।

অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী তার প্রধান নেতাকর্মীদের গ্রেফতার হওয়ার পরও নির্বাচনী প্রচারনায় ধানেরশীষে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন। তাছাড়াও ইসলামী আন্দোলনের রহমত উল্লাহ, বাংলাদেশ তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম ও জাকের পার্টির নাসির উদ্দিন।
উল্লেখ থাকে যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৬ গাজীপুর ৩ মোট ভোটার সংখ্যা ৪৩৬৬৪৩ জন এতে পুরুষ ভোটার ২,১৭০৪৪ জন নারী ভোটার ২১৯৫৯৯ জন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন