সারাদেশের ৬৩৩ থানায় পুলিশ প্রীতিভোজ আজ

0
26

জি নিউজ ডেস্কঃ সারাদেশের ৬৩৩টি থানায় প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী।

শুক্রবার (০৪ জানুয়ারি) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, দুপুরে সারাদেশের থানাগুলোতে প্রীতিভোজ অনুষ্ঠিত হবে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রাতে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান রাতে হওয়ায় কোনো কোনো থানা বিশেষ অনুমতি নিয়ে প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুটি পর্বই রাতে করবে।

সূত্র জানায়, এই অনুষ্ঠান শুধুমাত্র পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। থানায় কর্মরত সকল পুলিশ সদস্য এবং ফাঁড়ি পুলিশ ও সংশ্লিষ্ট থানায় কর্তব্যরত আনসার বাহিনীর সদস্যরা অংশ নেবেন। এই অনুষ্ঠানে কোনো এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি।

একাধিক সূত্র জানায়, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী দায়িত্ব পালন ছাড়াও বড় দিন এবং হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর সদস্যদেরকে টানা দায়িত্ব পালন করতে হয়েছে। এসময় তারা বিশ্রামের অবকাশ পায়নি। নির্বাচন ঠিকঠাক মতো শেষ হয়েছে। এখন এতোটা চাপ নেই। পুলিশ সদস্যদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেয়া হয়েছে। আইজিপির এ উদ্যোগে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও খুশি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে বরাদ্ধকৃত নগদ অর্থ দেশের সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এরইমধ্যে খাবার মেন্যুও নির্ধারণ করা হয়েছে।

ঢাকার বাইরের এক পুলিশ কর্মকর্তা জানান, সারাদিন ডিউটিতে বাইরে ছিলাম, আজ দুপুরে এমন একটা আয়োজন হবে বলে শুনেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার বাইরের একজন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ সদস্যরা সারাদিন ডিউটিতে ব্যস্ত থাকেন। কখনও ১৮ থেকে ২০ ঘণ্টাও তাদের ডিউটি করতে হয়। তারা সাধারণত কোনো বিনোদনের সুযোগ পায় না। আইজিপির দেয়া প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনটা পুলিশ সদস্যদেরকে কিছুটা মানসিক স্বস্তি দেবে।

পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, পুলিশ সদর দফতরে প্রীতিভোজ অনুষ্ঠি হবে রোববার। আইজিপির আমন্ত্রণে এই দিন পদস্থ পুলিশ কর্মকর্তারা প্রীতিভোজে অংশ নেয়ার কথা রয়েছে। আগামীকাল রোববার (০৫ জানুয়ারি) পুলিশ সদর দফতরে প্রীতিভোজ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্রঃ দৈনিক জাগরণ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন