সিলেটে দল বেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-৩

0
23

জি নিউজ ডেস্কঃ ভোটের দিনে নোয়াখালীতে দলবেঁধে নারী ধর্ষণের ঘটনা নিয়ে আলোচনার মধ্যে সিলেটেও এক নারীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। তিন দিন আগের এই ঘটনায় জড়িত অভিযোগে গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলো সিলেট সদরের হাটখোলা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মোশাহিদ আলীর ছেলে ইসমত আলী (২৬), একই গ্রামের মৃত শমসের মিয়ার ছেলে নেছার আহমদ (৩৬) ও মৃত শমসের আলীর ছেলে মন্তাজ আলী (২১)। মামলার বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি হারুন-অর-রশীদ দেশ রূপান্তরকে বলেন, গত বুধবার অসুস্থ স্বামী ও দুই বছর বয়সী সন্তানকে নিয়ে হাটখোলা গ্রামের বাসিন্দা ওই নারী পশ্চিমপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাত ৮টার দিকে সেখান থেকে তিনি একাই পাশের পিঠারগঞ্জ বাজারে দর্জির দোকান যাচ্ছিলেন। পথে তাকে তুলে হাওরে নিয়ে ধর্ষণ করে আসামিরা। পরদিন বৃহস্পতিবার ওই নারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজন ছাড়াও মোহাম্মদ আলী (২৯), আল-আমিনের (৩৫) সঙ্গে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে মামলা করেন।তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে ‘ধানের শীষে ভোট’ দেওয়ায় ক্ষিপ্ত স্থানীয় আওয়ামী লীগ নেতার নির্দেশে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ নিয়ে আলোচনার মধ্যে বুধবার সিলেটে এই ঘটনা ঘটলেও গতকাল শুক্রবার পুলিশ গণমাধ্যমে খবরটি প্রকাশ করে।

এ বিষয়ে ওসি হারুন বলেন, ‘এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই। যারা গ্রেপ্তার হয়েছে তারাও কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ তবে পুলিশের বক্তব্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।

তথ্যসূত্রঃ দেশ রূপান্তর।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন