জি নিউজ ডেস্কঃ নতুন মন্ত্রিসভায় আবারও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়েছেন জুনাইদ আহমেদ পলক। আর প্রথম দিন বাইকে চড়ে গিয়ে প্রথম দিনের অফিস করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য জানিয়েছিলেন এই প্রতিমন্ত্রী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রতিমন্ত্রীর সে ছবি। কিন্তু তিনি আলোচনায় আছেন অন্য কারণে। ছবিতে প্রতিমন্ত্রীকে হেলমেট ছাড়া বাইকে দেখা যাচ্ছে তাই নিয়ে তার বিরুদ্ধে যত আলোচনা আর সমালোচনা করেছেন সচেতন ফেসবুক ব্যবহারকারীরা।
সমালোচনা যখন বাড়ছে তখনই মুখ খুললেন তিনি। জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে জানিয়েছেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর সংসদে আমাদের নামিয়ে দেওয়া হয়। অন্যদিকে ১২টার সময় আমার পূর্বনির্ধারিত সভা ছিল আইসিটি বিভাগে। সংসদ আগারগাঁও যাওয়ার সময় আমি জ্যামে পড়ি সে কারণে একটি মোটরসাইকেলে লিফট নিই। আমি যে বাইকের সাহায্য নিয়েছি, তার কাছে কোনও বাড়তি হেলমেট ছিল না।
তথ্যসূত্রঃ সময়ের কন্ঠস্বর।