শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

0
88

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত ফরিদা আক্তার (৩৫) উপজেলার কাওরাইদ গ্রামের মৃত বারেক মাষ্টারের ছেলে কামাল হোসেনের স্ত্রী। একই উপজেলার ইব্রাহিমের কন্যা।

এলাকাবাসী ও নিহত ফরিদার স্বামী কামাল হোসেন জানান, নিহত ফরিদা দীর্ঘ দিন যাবৎ মানসিক অসুস্থ্য ছিল। তার চিকিৎসার জন্য আজ ময়মনসিংহে যাওয়ার কথা ছিল। সকাল ৮টার দিকে আমার স্ত্রী ফরিদাকে বাড়িতে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে। পরে ৯টার দিকে খবর পাওয়া যায় যে, ট্রেনে কাটা পড়ে এক মহিলা মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখাযায় ফরিদার মৃতদেহ।

এ বিষয়ে স্থানীয় মেম্বার আব্দুল ছামাদ জানান, কাওরাইদ দক্ষিণ পাড়া রেলক্রসিংয়ের পাশে রাস্তা পার হতে গিয়ে ওই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মারা যাওয়ার সাথে সাথে নিহত ফরিদাকে তার স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়। প্রশাসনের কাউকে এ বিষয়ে জানানো হয়নি।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন