শহরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১০ যাত্রী আহত

0
27

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জে ভিন্ন ভিন্ন স্থানে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে ১০ জন । শুক্রবার ১৮ জানুয়ারি ১৯ বিকেলে শহরতলীর শায়েস্তানগর ও হবিগঞ্জ-লাখাই সড়কে এ দূর্ঘটনা ২টি ঘটে। জানা যায়, শায়েস্তানগর থেকে চৌধুরী বাজারগামী একটি টমটম পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে টমটমের ৫ যাত্রী আহত হয়। অপরদিকে হবিগঞ্জ-লাখাই সড়কের লোকড়ায় টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পথচারীসহ ৫জন আহত হয়। আহত আবেদ উল্লা(৭০) ও মোঃ নাছির(২০) কে সিলেট মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং মোঃ নুরুল হক (২৫), রাহি আক্তার (৬), সৈয়দা শাহানা বেগম (৬০), মোঃ কালাম (২২)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন