বিজয় সমাবেশে দাওয়াত না পাওয়াটা ভাল দেখায় না- বললেন মেনন

0
34

জি নিউজ ডেস্কঃ টানা তৃতীয়বার ক্ষমতায় আসা আওয়ামী লীগ ১৯ জানুয়ারি রাজধানীতে বিজয় সমাবেশ করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উদযাপনের ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি ১৪ দলীয় জোটের শরিকদের। ২৩ দফার ভিত্তিতে ২০০৫ সালে এই জোট গঠনের ১৩ বছর পর প্রথম এমন ঘটনা ঘটলো। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জোটটির শরিকরা।

শরিক দলের নেতারা বলেছেন, ১৪ দলীয় জোট নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো পরিকল্পনা থাকলে অথবা আগ্রহ না থাকলে শরিকদের সঙ্গে বসে তা স্পষ্ট করা প্রয়োজন। কারণ ২০০৮ সাল থেকে জোট একসঙ্গে নির্বাচন করছে। জোটে থেকেও বিজয় উৎসবের আমন্ত্রণ না পাওয়া দুঃখজনক ও দৃষ্টিকটু।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা যেহেতু জোটগতভাবে নির্বাচন করেছি, তাই বড় এই বিজয়ের অংশীদার আমরাও। কিন্তু আওয়ামী লীগ একাই বিজয় সমাবেশে করেছে। আমরা দাওয়াত পাইনি। তবে দাওয়াত না পাওয়াটা জোটের রাজনীতিতে ভালো দেখায় না।’

জাসদ (আম্বিয়া) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘আমরা আনুষ্ঠানিক দাওয়াত পাইনি। জোটের ভেতরে যে দূরত্ব তৈরি হয়েছে তা আলোচনা করে সমাধান করার দায়িত্ব আওয়ামী লীগের।’

আর দাওয়াত না পেলেও এ নিয়ে কোন মন্তব্য করতে চাননি সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।বিজয় সমাবেশে দাওয়াত না পাওয়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও ক্ষুব্ধ বলে দলীয় সূত্রে জানা গেছে।

১৪ দলের একাধিক নেতা জানান, একাদশ সংসদ নির্বাচনের পর থেকে জোট শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আচরণও পাল্টে গেছে। এছাড়া সংসদে আমরা কোথায় থাকবো এটা জোটের বৈঠকে শিগগির পরিস্কার করা দরকার। কিন্তু এর আগেই আওয়ামী লীগ নানা কায়দায় জোট শরিকদের দূরে ঠেলে দিচ্ছে যা কাঙ্ক্ষিত নয়।

সূত্রঃ দেশ ২৪।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন