গাজীপুরের শীর্ষ সন্ত্রাসী রিপন লস্কর র্যাবের হাতে আটক!
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী রিপন লস্কর (৩৭)কে আটক করেছে র্যাব সদস্যরা।বুধবার (২৩ জানুয়ারী) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের ভোড়া এলাকা হরমুজ আলীর বসত বাড়ির সামনে পাকা রাস্তা উপর থেকে তাকে আটক করা হয়।আটককৃত রিপন লস্কর (৩৭), গাজীপুর সদর থানার ভোড়া এলাকার হাসান লস্করের ছেলে।
র্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃত রিপন লস্করের দেহে তল্লাশী চালিয়ে তার কোমরে গোঁজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিন ভর্তি দুই রাউন্ড তাজা গুলি, এবং ২ টি বাটুনযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় হত্যা, জমি দখল, মাদক ও চাঁদাবাজিসহ প্রায় ১৫-১৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আলোচিত হত্যাকান্ড খাদেম, পলাশ, মোতালেব এবং সাংবাদিক মোবারক, লিমনসহ একাধিক ব্যক্তিকে মারাত্মক ভাবে কুপিয়ে জখম করার অভিযোগও রয়েছে।