রূপগঞ্জে পুলিশকে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিলো ছাত্রলীগ

0
28

জি নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাত্রিকালীন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মাঝে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ সদস্যরা। ওই সময় স্থানীয় ছাত্রলীগ নেতা হানজালার নেতৃত্বে কয়েকজন পুলিশকে প্রথমে মারধর ও পরে কুপিয়ে জখম করে। এ সময় তারা পুলিশের অস্ত্রও লুটে নেয়।

শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের চেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেলাপাড়া গ্রামে রাত্রিকালীন ফুটবল খেলার আয়োজন করা হয়। শনিবার রাতে স্থানীয় দুই দলের খেলার সময় সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এস আই নাদিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে হাজির হয়। তখন পুলিশ উভয় পক্ষকে থামালে গেলে এক দলের লোকজন পুলিশের উপর চড়াও হয়। এ সময় ছাত্রলীগ নামধারী একটি গ্রুপ হামলা করে এস আই নাদিরুজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। লুটে নেয়া হয় তার সাথে থাকা অস্ত্র।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একদল সন্ত্রাসী পুলিশের উপর আক্রমণ করে অস্ত্র লুটে নেয়। পরে রাত ১১ টায় চেলাপাড়া এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।সূত্রঃ বাংলাদেশ জার্নাল।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন