শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদক বিরোধী ও বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
সোমবার (২৮ জানুয়ারী) ইন্সপেক্টর (তদন্ত) জনাব মোঃ শেখ সাদিক, এসআই মাহমুদুল হাসান, এসআই আজহারুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই জাকির হোসেন এসআই জাহাঙ্গীর আলম, এসআই আমিনুল হক, এসআই সিদ্দিকুর রহমান, এসআই আমিরুল বাহার, এসআই মনিরুজ্জামান মিয়া, এসআই মঞ্জুরুরুল ইসলাম, এসআই রাজিব কুমার সাহা, এসআই শহিদুল ইসলাম মোল্লা সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ ও অভিযান পরিচালনা কালে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাসেল (৩০), পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-কংশেরপুর, থানা-ভালুকা জেলা-ময়মনসিংহ, ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ২। মিলন (৪২), পিতা-মৃত মমতাজ উদ্দিন, সাং-গজারিয়া, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ৩। মোক্তার হোসেন (৩৮), পিতা-মোঃ আঃ বারেক, সাং-বনখরিয়া, থানা-শ্রীপুর জেলা-গাজীপুরদের গ্রেফতার করে তিনি পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়।
ইহা ছাড়াও সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। আব্দুল বাতেন, পিতা-নাসির উদ্দিন, সাং-সোনাব, এবং ২। মোঃ রফিকুল ইসলাম, মালিক মেসার্স রফিক রাইজ এজেন্সী, পিতা-ছত্তর উদ্দিন, সাং-টেপিরবাড়ী, উত্তরপাড়া, উভয় থানা-শ্রীপুর জেলা-গাজীপুর কে সহ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ৩। ইসমাইল হোসেন, পিতা-সোনা মিয়া, সাং-কাফিলাতলী, ৪। আঃ আউয়াল মিয়া, পিতা-ইসহাক, সাং-নয়াপাড়া, ৫। নূর মোহাম্মদ, পিতা-ইসহাক, সাং-নয়াপাড়া, ৬। রতন ফকির, পিতা-সেলিম হোসেন, সাং-লোহাগাছিয়া, ৭। পারভেজ, পিতা-নৈমুদ্দিন, সাং-বড়নল, ৮। মাসুম মোল্লা, পিতা-মৃত বিল্লাল, সাং-ফাউগান পশ্চিম পাড়া, ৯। শাহাদাত হোসেন, পিতা-তজুমিয়া, সাং-কেওয়া পশ্চিম খন্ড, ১০। ফাইজু, পিতা-শামসুদ্দিন, সাং-মাওনা উত্তর পাড়া, ১১। রিপন, পিতা-বাবুল ড্রাইভার, সাং-ভিরাইমাটি, ১২। বাচ্চু মিয়া পিতা-মৃত মুনসুর আলী, সাং-সোনাবা, ১৩। মঞ্জুরুল ইসলাম, পিতা-মৃত বজলুর রহমান, সাং-নয়াপাড়া, ১৪। মোঃ শরীফ, পিতা-সরাফত আলী, সাং-বেড়াবাড়ী, ১৫। মোঃ শাহজাহান, পিতা-মুনসুর আলী, সাং-শৈলাট, ১৬। হুমায়ুন, পিতা-মৃত মুনসুর আলী, সাং-শৈলাট, ১৭। সবুজ মিয়া, পিতা-মৃত জামাল উদ্দিন, ১৮। নূর মোহাম্মদ, পিতা-জালাল উদ্দিন, সাং-বেলদিয়া, ১৯। ইসলাম, পিতা-গোয়াইল্যা, ২০। কফিল উদ্দিন, পিতা-সুবেদ আলী ফকির, সাং-দরিখোজেখানী, ২১। লাভলী আক্তার, পিতা-আঃ মালেক, সাং-নোয়াগাও, ২২। রনি আকন্দ, পিতা-মৃত সাহাব উদ্দিন, ২৩। মোঃ আহসান আলী, পিতা-মৃত হোসেন আলী, ২৪। মোঃ মনির হোসেন, পিতা-মৃত আশ্রাফ আলী, ২৫। জাকির হোসেন, পিতা-সিরাজ উদ্দিন, সাং-ডুমনী, ২৬। জমির উদ্দিন, পিতা-আঃ মতিন, সাং-ঠাকুরতলা, ২৭। শাহা আলম, পিতা-রেজাউল হক, সাং-ফুলানীর সিট, সর্ব থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করিয়া সকল আসামীকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের সত্যতা নিশ্চত করেন।