অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, প্রেমিকার মাথায় গুলি করেছে প্রেমিক

0
42

জি নিউজ ডেস্কঃ অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে নিজের প্রেমিকাকের গুলি করেছেন ভারতের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের যুবক সৌমেন। সৌমেনের সঙ্গে পুজার (২১) দীর্ঘদিনের সম্পর্ক বলে জানান সৌমেন।তবে সম্প্রতি টালিগঞ্জের এক যুবকের সঙ্গে পূজা সম্পর্কে জড়িয়ে পড়েন পূজা। এতে সৌমেনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্য যুবকের সঙ্গে পূজার সম্পর্কের কথা জানার পর প্রেমিকাকে হুমকি দেওয়া শুরু করে সৌমেন। প্রেমিকার বাড়িতে গিয়েও শাসিয়ে আসে।

ভারতের গনমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৯টা নাগাদ এক জায়গা থেকে বাড়ি ফিরছিল পূজা। সেই সময় আচমকা বাইকে চেপে দুই যুবক তার সামনে আসে। প্রথমে কথা কাটাকাটি, পরে ওই দুই যুবকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় ওই ছাত্রীর। সেই সময়ই এক যুবক পকেট থেকে পিস্তল বার করে ছাত্রীর মাথায় গুলি করে।রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে পূজা। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় পূজাকে উদ্ধার করেন।আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পূজাকে। গুলি চলার ঘটনায় ইতিমধ্যে প্রেমিক সৌমেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন