শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা :: হবিগঞ্জ জেলার চুনারুঘাটের আমতলা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী আফিয়া খাতুন (২৭) স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন। তিনি কমলপুর গ্রামের আব্দুল খালেকের কন্যা এবং ৫ সন্তানের জননী। শনিবার ২ ফেব্রুয়ারি গভীর রাতে আফিয়া খাতুন আত্মহত্যা করেন।
আফিয়া খাতুনের ভাই আব্দুল আউয়াল ও পরিবারের সদস্য সূত্রে জানা যায়, ৮ বছর পূর্বে আমতলা গ্রামের চেরাগ আলীর পুত্র আদম বেপারী সিরাজ মিয়ার সাথে আফিয়া খাতুনের বিয়ে হয়েছিল। সিরাজ মিয়া এলাকার মহিলাদের চাকুরীর নামকরে বিদেশ পাঠানো নিয়ে তার স্ত্রী আফিয়া খাতুনের সাথে ঝগড়া হতো। এ নিয়ে সিরাজ মিয়ার তার স্ত্রীকে প্রায়ই শারিরিক নির্যাতন করতো। এরই জের ধরে ওই দিন সে আত্মহত্যা করে।
এ ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, অপমৃত্যুর মামলা হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।