সাইদুল ইসলাম রনি, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
কাপাসিয়া উপজেলার চলতি দাখিল পরীক্ষায় মাদ্রাসা কেন্দ্র কাপাসিয়া-২ এর কেন্দ্র সচিব বেলাশী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিল্লাল হোসাইনকে পুরাতন সিলেবাসে পরিক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে এমবি দাখিল মাদ্রাসার সুপার ১৩জন শিক্ষার্থীর রোল উল্লেখ্য করে মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবর অভিযোগ করেন।
জানাযায়, ২ ফেব্রুয়ারী বেলাশী মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রে কোরআন মাজিদ ও তাজবিদ পরিক্ষা শুর হলে ৩ নং কক্ষে সিংহশ্রী ইউনিয়নের এমবি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ২০১৪/১৫ সেশনের পুরাতন সিলেবাসে ভিন্ন প্রশ্নে পরিক্ষা নেওয়া হয়। পরিক্ষা শেষে এ খবর এলাকার বিভিন্ন জায়গায় জানাজানি হলে এ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগের ভিত্তিতে আজ সকালে এমবি দাখিল মাদ্রাসার সুপারে উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা ও মাধ্যমিক শিক্ষা অফিসার ৩ ফেব্রুয়ারী দুপুরে কেন্দ্র পরিদর্শন করে। উপস্থিত শিক্ষার্থীদের কাছ থেকে ৪জনকে পুরাতন সিলেবাসে পরিক্ষা নেওয়ার সততা পায়।
তিনি আরো জানান, তদন্ত করে কেন্দ্র সচিবকে বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে। এবং ৪ জন পরিক্ষার্থীদের নামের তালিকা বোর্ডে পাঠানো হচ্ছে।
কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা বড়িবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল হোসেন ও দিঘাব আমানউল্লাহ বালিকা দখিল মাদ্রাসার শিক্ষক সিরাজুল হককে মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আমরা নতুন এবং নতুন সিলেবাসের শিক্ষার্থী। কিন্তু আমাদের পুরাতন সিলেবাসের প্রশ্নে পরিক্ষা নেওয়া হয়।
ওই কেন্দ্রের এক পরিক্ষার্থী ইমরান জানান, ঘটনাটি আমি শুনেছি সত্য ঘটনা, কয়েকজন শিক্ষার্থীকে পুরাতন সিলেবাসে পরিক্ষা দিয়েছে।
কাপাসিয়া- ২ এর কেন্দ্র সচিব বেলাশী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিল্লাল হোসাইন জানান, কক্ষ পরিদর্শক ভূল করে নতুন পরিক্ষার্থীদের হাতে নতুন প্রশ্ন দেয়। আমি ৪ থেকে ৫ মিনিটের মধ্যে জানতে পেরে তাদের খাতা তুলে আলাদা করে রাখি। এতে ছাত্রদের কোন অসুবিধা হবে হয় নাই বলে জানান।