এসএম শওকত আলী,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
বিশ্বের ন্যায় সারা দেশে যখন করোনা ভাইরাসে মহামারি চলছে এবং সারা দেশ লকডাউন করে রাখা হয়েছে। এমতাবস্থায় শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। কঠিন সময়ে কে কার পাশে দাঁড়ায়। এমন পরিসিস্হিতে হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের কৃতি সন্তান কামাল হোসেন যিনি RAB হেডকোয়াটারে চাকরিরত,তিনি আজ অসহায় প্রায় ১০০পরিবারকে নিজ তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরন করছেন।মানুষ এই দুর্যোগ মুহুর্তে খাদ্য পেয়ে আনন্দে আটখানা।অনেক পরিবার লকডাউনের কারনে কোথাও রুজি রুজগার করতে পারছেনা,তাই তারা ত্রান পেয়ে খুশি হয়েছে।উক্ত ত্রান বিতরনে উপস্হিত ছিলেন সাংবাদি মিজানুর রহমান,জামাল হোসেন,একতা যুব সংঘের সভাপতি আজিজুর রহমান ফুল মিয়া সহ অনেকই।
কামাল হোসেন জানান,দ্বিতীয় দফায় আরও ১০০ পরিবার কে দেওয়ার জন্য তৈরি হচ্ছি। এভাবে সমাজের বিত্তবানরা এগ্রিয়ে আসলে শ্রমিক-দিনমজুর,বৃদ্ধ মানুষের কষ্ট লাগব হবে।