ঢাকা অফিসঃ
৮০ হাজার সৌদি রিয়াল পাচারের অভিযোগে সিঙ্গাপুরগামী এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। বিমানবন্দর আর্মড পুলিশ ও ঢাকা কাস্টম হাউস শনিবার (১৫ অক্টোবর) সকালে যৌথ অভিযান পরিচালনা করে যাত্রী মো. আসাদুজ্জামান নূরকে আটক করে।
যাত্রী মো. আসাদুজ্জামান নূর ঢাকা হতে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহ্জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর আসেন সকাল সাড়ে ৫টার দিকে। চোরাচালানের সন্দেহে বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমানের কাউন্টারে যাওয়ার সময় বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় এই যাত্রীকে আটক করা হয় । যাত্রী মো. আসাদুজ্জামান নূরকে বৈদেশিক মূদ্রা আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি কোন বৈদেশিক মূদ্রা নাই বলে জানান। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজে ১৬০টি ৫০০ সৌদি রিয়াল মানের নোট পাওয়া যায়। তার লাগেজ তল্লাশি করে ৮০,০০০ সৌদি রিয়াল, যা যা ইউএস ডলারে প্রায় ২১,৮৮৬ মার্কিন ডলার উদ্ধার করা হয়। কাস্টমস আইনে ফৌজদারী মামলা দায়ের করে যাত্রীকে থানায় হস্তান্তর করা হয়েছে।
একজন যাত্রী বাংলাদেশ থেকে বিদেশ যাবার সময় বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার কিংবা সমপরিমান যে কোন দেশের মূদ্রা বিদেশে সঙ্গে নিতে পারবেন। এর বেশি ডলার বা বৈদেশিক মুদ্রা নিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে এবং ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে।
বৈধ, অবৈধ সকল ধরণের পণ্য/জিনিসের বেআইনি চোরাচালান প্রতিরোধে বাংলা এভিয়েশনকে তথ্য দিন। দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেনো, তথ্য দিয়ে চোরাচালান প্রতিরোধে সহায়তা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। চোরাচালানের বিরুদ্ধে লড়াই আপনিও অংশ নিন।
Whats app +880 1612-218989
#BanglaAviation বাংলা_এভিয়েশন